whatsapp channel

Govt Scheme: বিয়ের আগেও লক্ষ্মীর ভান্ডারের মতো টাকা পাবে মেয়েরা, এই স্কিমে আবেদন করলেই হবে, জানুন পদ্ধতি

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Follow
Whatsapp Channel

বর্তমানে দেশে মহিলাদের উন্নয়নের স্বার্থে একাধিক স্কিম ও যোজনা চালু রয়েছে। এইসব স্কিম ও যোজনায় নানাভাবে মহিলাদের সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি, কেন্দ্র সরকার মহিলা উন্নয়নের জন্য চালু করেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এছাড়াও কন্যা সন্তানদের উন্নীত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালু করেছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প। এই দুটি প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানদের পিতা ও মাতাকে তাদের জীবনের বিভিন্ন সময় অর্থ সাহায্য প্রদান করা হয়।

তবে এসবের পাশাপাশি বিহার রাজ্যে চালু রয়েছে মুখ্যমন্ত্রী কন্যা উত্থান যোজনা। এটি বিহার সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এই সরকারি প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্য হল জন্ম থেকে স্নাতক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মোট ৯৪,১০০ টাকা দেওয়া হয়। এখনো অবধি এই প্রকল্পে সেই রাজ্যের ২ লক্ষের বেশি মেয়ে উপকৃত হয়েছেন। এখন এই যোজনার বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিন।

■ কখন এবং কত টাকার অর্থ সাহায্য?

এই প্রকল্পের অধীনে একটি মেয়ে সন্তানের জন্মের সময় ২,০০০ টাকা দেওয়া হয়। মেয়ের বয়স ১ বছর পূর্ণ হলে ১,০০০ টাকা দেওয়া হয়। তারপে টিকা দেওয়ার জন্য আবার ২,০০০ টাকা দেওয়া হয়। এবার মেয়ের পড়াশুনার সময় প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইউনিফর্মের জন্য ৩,৭০০ টাকা দেওয়া হয়। এর মাঝে আবার দশম শ্রেণীতে ১০,০০০ টাকা দেওয়া হয়। এবার দ্বাদশ শ্রেণীতে দেওয়া হয় ২৫,০০০ টাকা। এর পরে, স্নাতক পাস করার জন্য মহিলাদের ৫০,০০০ টাকা দেওয়া হয়।

■ কারা এই সুবিধা পাবেন?

একটি পরিবারের মাত্র দুই মেয়েই এই প্রকল্পের সুবিধা পেতে পারে। প্রকল্পটি অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ বা EWS বিভাগের জন্য। তাই আবেদনকারীর বাবা-মাকে সরকারি কর্মচারী হিসেবে কাজ করা উচিত নয়। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই বিহার রাজ্যে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও স্কিমের সুবিধাগুলি পেতে, আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন৷

■ কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এটি বাড়ি থেকেই করতে পারবেন। এর জন্য আপনাকে বিহার সরকারের ওয়েবসাইট ekalyan.bih.nic.in-এ যেতে হবে। সেখানে গিয়ে সিএম কন্যা উত্থান যোজনায় ক্লিক করুন। এখন আপনাকে অনুরোধ করা সমস্ত তথ্য নির্ভুলভাবে দিতে হবে। এর জন্য যেসব নথি লাগবে – জন্মের প্রমাণপত্র, আধার কার্ড, পিতামাতার ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি।

About Author
Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা।