অসময়ের জন্য অর্থ সঞ্চয় সকলের কাছে অপরিহার্য একটি কাজ। আর বড় অঙ্কের অর্থকে সুরক্ষিভাবে বিনিয়োগ করার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।
এদিকে নানা ব্যাঙ্ক বা সংস্থায় ফিক্সড ডিপোজিট করা গেলেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে এই ধরণের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বেশি জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম, পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘমেয়াদি এই ধরণের বিনিয়োগে ভালো হারে রিটার্ন পাওয়া যায়। তাই অনেকেরই এমন দীর্ঘমেয়াদি এবং সুরক্ষিত রিটার্নের একমাত্র ঠিকানা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এখন স্টেট ব্যাঙ্ক ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি ব্যাঙ্ক দারুন সুদ দিচ্ছে স্থায়ী আমানতের ক্ষেত্রে। এখন একনজরে দেখে নিন যে কোন ব্যাঙ্কে সবথেকে বেশি হারে সুদ মিলছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
■ DCB Bank Fixed Deposit Interest Rate
সম্প্রতি, স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে ডিসিবি ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে এবার থেকে যেসব সাধারণ নাগরিক ফিক্সড ডিপোজিট করবেন, তারা ৮ শতাংশ সুদ পাবেন এবং যেসব প্রবীণ নাগরিক বিনিয়োগ করবেন, তারা সুদ পাবেন ৮.৫৫ শতাংশ হারে। গত ২২ মে থেকে কার্যকর হয়েছে ডিসিবি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে এই নতুন সুদের হার।
■ IDFC First Bank Fixed Deposit Interest Rate
সম্প্রতি, আইডিএফসি ব্যাঙ্কেও ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি হয়েছে। এই ব্যাঙ্কে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকরা পাবেন ৩ শতাংশ থেকে ৭.৯০ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা ৩.৫০ শতাংশ থেকে ৮.৪০ শতাংশ হারে সুদ। হয়েছে আইডিএফসি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে এই নতুন সুদের হার কার্যকর হয়েছে গত ১৫ মে থেকে।
■ SBI Fixed Deposit Interest Rate
তবে স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ সম্প্রতি, SBI ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করেছে। এই ধরণের স্থায়ী আমানতে স্টেট ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের ৪ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৪.৬০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে। গত ১ লা মে থেকে এই নতুন সুদের হার কার্যকর হয়েছে স্টেট ব্যাঙ্কে।