whatsapp channel

Agniveer Result 2024: অগ্নিবীর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, কিভাবে দেখবেন জেনে নিন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Follow
Whatsapp Channel

দেশে ‘অগ্নিপথ’ প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের নতুন নতুন ‘ট্যুর অফ ডিউটি’ প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অগ্নিপথ’।এর মাধ্যমে দেশের তিন সেনাবাহিনীতে অফিসারের নিচু পদে অস্থায়ীভাবে চার বছরের জন্য নিয়োগ করে সরকার। এই পদে যাদের নিয়োগ করা হয়, তাদের ‘অগ্নিবীর’ বলা হয়। চাকরির শুরুতে এই অগ্নিবীররা ৩০,০০০ টাকা বেতন পান। চার বছরের পর বেতন বেড়ে দাঁড়াবে ৪০,০০০ টাকা। এছাড়াও চার বছরের মেয়াদ শেষে প্রত্যেক সৈনিককে এককালীন ১১.৭১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র।

এবার দেশের অনেকেই ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন দেখেন। তাদের জন্য দুর্দান্ত সুযোগ এই অগ্নিবীর পদের নিয়োগ। আর এবার এমন ইচ্ছুক চাকুরীপ্রার্থীদের জন্য এসেছে বড় সুখবর। কারণ সম্প্রতি, অগ্নিবীর নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল, তার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনি কিংবা আপনার বাড়ির কেউ যদি এই চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে এই খবরটি তাদের জন্য গুরুত্বপূর্ণ।

■ কবে পরীক্ষা হয়েছিল?

গত ২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্ন শিফটে পরীক্ষাটি নেওয়া হয়েছিল ARO আলওয়ার, ARO কোটা, ARO ঝুনঝুন, RO HQ জয়পুর ও ARO যোধপুরের জন্য।

■ কোন পদের নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল?

এই পরীক্ষায় যারা পাশ করবেন, তারা নিয়োগ পাবেন জেনারেল ডিউটি (জিডি), কারিগরি(টেক), ট্রেডসম্যান (অষ্টম ও দশম গ্রেড), অফিস সহকারি, মহিলা মিলিটারি পুলিশ, সিপাহী ফার্মা, সৈনিক টেকনিক্যাল নার্সিং সহকারি সহ বিভিন্ন পদে।

■ কিভাবে ফলাফল দেখবেন?

গত ২৮ মে প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল। সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। তবে অগ্নিবীর জেনারেল ডিউটির জন্য কাট-অফ নম্বর ৫০ শতাংশ, অগ্নিবীর জেনারেল ডিউটি (টেকনিক্যাল) পদের জন্য কাট-অফ নম্বর ৫৫ শতাংশ, অগ্নিবীর (ট্রেডসম্যান) পদের জন্য কাট-অফ নম্বর ৫০ শতাংশ, অগ্নিবীর জেনারেল ডিউটি(অল আর্মস) পদের জন্য কাট-অফ নম্বর ৪৫ শতাংশ, অগ্নিবীর জেনারেল ডিউটি (মহিলা) পদের জন্য কাট-অফ নম্বর ৪০ শতাংশ।

About Author
Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা।