whatsapp channel

Education Tips: উচ্চমাধ্যমিকের পর B.A, B.Sc ও B.Com ডিগ্রি কাদের জন্য লাভজনক? ভর্তির আগে জেনে নিন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Follow
Whatsapp Channel

বর্তমান শিক্ষাবর্ষে মে মাস মানেই সব বড় পরীক্ষার ফলাফল ঘোষণার সময়। সেই মোতাবেক এবছর ৮ ই মে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সংসদ আয়োজিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বাংলার বুকে রাজ্য বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এইসব ফলাফলের ভিত্তিতেই এবার কলেজে ভর্তি হবেন পড়ুয়ারা। কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবেন, কেউ মেডিকেল কলেজে, কেউ আবার অন্যান্য কারিগরি শিক্ষার কোর্সে ভর্তি হবেন।

তবে বেশিরভাগ পড়ুয়া সাধারণ কোনো বিষয়ে বা পাশ কোর্সে স্নাতক ডিগ্রি লাভ করার জন্য কলেজে ভর্তি হবেন। তাই কলেজে ভর্তি শুরু হয়েছে কিনা, তার খোঁজ শুরু করেছেন অনেকেই। কিন্তু এখানেই অনেকের মনে প্রশ্ন আসে যে সাধারণ স্নাতক কোর্স করলে কি আদৌ কোনো লাভ হবে? আবার অনেকে B.A, B.Sc বা B.Com ডিগ্রির উপযোগীতা নিয়েও নানা অনুসন্ধান করেন। আসুন, এই নিবন্ধে জেনারেল কোর্সে স্নাতক ডিগ্রি পাশের সম্পর্কে জেনে নিই।

■ B.A, B.Sc ও B.Com ডিগ্রির গুরুত্ব

● B.A: এই ডিগ্রির পুরো নাম হল Bachelor of Arts। অর্থাৎ, কলা বিভাগে স্নাতক ডিগ্রী। এক্ষেত্রে যেমন কেউ কেউ বাংলা বা ইংরেজি সাহিত্য কিংবা ভূগোল বা দর্শন বা ইতিহাস বিষয়ে ডিগ্রি পাশ করা যায়। এছাড়াও পাস কোর্সে B.A ডিগ্রি করা যায়।

● B.Sc: এই ডিগ্রির পুরো নাম হল Bachelor of Science। অর্থাৎ, বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। এক্ষেত্রে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও বায়োলজি বিষয়ে সাম্মানিক স্নাতক ডিগ্রি পাশ করা যায়। এছাড়াও পাস কোর্সে B.Sc ডিগ্রি করা যায়।

● B.Com: এই ডিগ্রির পুরো নাম হল Bachelor of Commerce। অর্থাৎ, যারা কমার্সের কোনো বিষয়ে সাম্মানিক স্নাতক ডিগ্রি পাশ করবে বা জেনারেল কোর্স স্করে স্নাতক হবে, তারা এই ডিগ্রি পাবে।

■ B.A, B.Sc ও B.Com ডিগ্রি কাদের জন্য উপযোগী?

● যারা কলেজ সার্ভিস কমিশনের টার্গেট নেবে।
● যারা WBCS বা UPSC-র জন্য প্রস্তুতি নেবে।
● যারা CGL পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে।
● যারা ব্যাঙ্কের পরীক্ষার প্রস্তুতি নেবে।
● যাদের কোনো বিষয়ে উচ্চশিক্ষার ইচ্ছে রয়েছে।

■ সহজে চাকরি পাওয়ার জন্য কোন কোর্স করলে বেশি লাভ?

● ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি (B.Tech)।
● ইঞ্জিনিয়ারিংযে ডিপ্লোমা বা পলিটেকনিক।
● কম্পিউটার এপ্লিকেশনে স্নাতক ডিগ্রি (BCA)।
● ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি (BBA)।
● যেকোনো ধরণের কারিগরি শিক্ষার কোর্স।

About Author
Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা।