whatsapp channel

PhD Admission: পিএইচডি কোর্সের জন্য ভর্তি চলছে স্টেট ইউনিভার্সিটিতে, এই উপায়ে আবেদন করতে হবে

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Follow
Whatsapp Channel

পিএইচডি বা ডক্টর অব ফিলোসফি হল একাডেমিক স্তরে সর্বোচ্চ ডিগ্রী। যেহেতু এটি একটি অর্জিত গবেষণা ডিগ্রী, তাই যারা পিএইচডির জন্য অধ্যয়ন করছেন তাদের মূলত গবেষণা করতে হবে যা জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করে। একজন পিএইচডি প্রার্থীকে অবশ্যই একটি প্রজেক্ট, থিসিস বা গবেষণামূলক প্রবন্ধ জমা দিতে হবে যা প্রায়ই মূল একাডেমিক গবেষণার একটি অংশ নিয়ে গঠিত, যা নীতিগতভাবে একটি পিয়ার-রিভিউ জার্নালে প্রকাশের যোগ্য। বিশ্বের প্রায় সব বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রির জন্য আবেদন করা যায়।

একটি পিএইচডি ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, বা অনেক ক্ষেত্রে বিজ্ঞানী হিসাবে চাকরির জন্য একটি প্রয়োজন হয়। তাই যাদের উচ্চশিক্ষা বা গবেষণার কাজে আগ্রহ রয়েছে, তাদের জন্য পিএইচডি ডিগ্রি একটি দারুন বিকল্প হতে পারে। আর এবার এমন প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। কারণ, সম্প্রতি পিএইচডি ডিগ্রি করার জন্য আবেদন নেওয়ার বিষয়ে রাজ্যের অন্দরে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একনজরে দেখে নিন এই সম্পর্কে।

■ শূন্যপদ: সম্প্রতি, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি মোতাবেক ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, কমার্স, ইংলিশ, ইতিহাস সহ অনেক বিষয়ে পিএইচডি করার জন্য শূন্যপদ প্রকাশিত হয়েছে।

■ শিক্ষাগত যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কর্তৃক জারি হওয়া এই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে যে, পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা NET, গ্র্যাজুয়েশন এপটিটিউড টেস্ট বা GET, স্টেট এলিজিবিলিটি টেট বা SET ও স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা SLET-এর মধ্যে যেকোনো একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

■ আবেদন প্রক্রিয়া: পিএইচডি কোর্সের জন্য আবেদন করতে হলে প্রথমেই যোগ্য প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর সেটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এবার ইউনিভার্সিটির ক্যাশ বিভাগে গিয়ে আবেদন মূল্য স্বরূপ টাকা জমা দিয়ে রশিদ নিতে হবে। এই সবকিছু প্রয়োজনীয় নথি সহ জমা করতে হবে ইউনিভার্সিটিতে। অসংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১,০০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা দিতে হবে।

About Author
Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা।