whatsapp channel

Bank Job: বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগ করছে অ্যাক্সিস ব্যাঙ্ক, জানুন শিক্ষাগত যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Follow
Whatsapp Channel

আজকালকার দিনে চাকরির আকাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। এ যেন এক কঠিন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন। কেউ কেউ ব্যবসার চেষ্টা চালালেও সকলেই দিশাহীন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। সম্প্রতি, অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

■ শূন্যপদ ও বেতন কাঠামো

বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। তবে মোট শূন্যপদের সংখ্যার বিষয়ে এখনো জানা যায়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্সিকিউটিভ, রিলেশনশিপ ম্যানেজার, ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার, বিজনেস অ্যানালিস্ট, কনজিউমার সেলস অফিসার, কনজিউমার সেলস ম্যানেজার, টেলার ব্রাঞ্চ, রিলেশনশিপ ম্যানেজার-ফরেক্স, অ্যানালিস্ট, টিম লিড পদে নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রার্থীরা প্রতি মাসে ৫৪,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

■ শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা

এখানে যেহেতু একাধিক পদে নিয়োগ হবে, তাই বিভিন্ন পদে আবেদনের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এখানের সমস্ত পদের আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

■ কিভাবে আবেদন করবেন?

অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। তার বিস্তারিত পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। তবে আবেদন করার সময় যেসব নথি কাছে রাখতেই হবে সেগুলি হল – মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ফটোকপি এবং চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা।

About Author
Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা।